না’গঞ্জে সোয়া কোটি টাকার চোরাই শাড়ী ও লেহেঙ্গাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২১ এএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:৫৯ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই শাড়ী ও লেহেঙ্গাসহ মো. আবুল কালাম (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০। এসময় তার কাছ থেকে বিপুল পরিমানে শাড়ী ও লেহেঙ্গা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। এছাড়া তার সাথে থাকা ৩টি মোবাইল, নগদ ১১ হাজার ৭’শ ৮০ টাকা ও চোরাইকৃত মালামাল বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
আজ বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টায় র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৪ মে) সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগংরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।