বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ময়মনসিংহ উত্তর যুবদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৬ এএম, ১২ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০২:২৭ পিএম, ৬ নভেম্বর,
বুধবার,২০২৪
ময়মনসিংহে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে উত্তর জেলা যুবদল।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার মাহমুদ নগরে জেলা যুবদলের সভাপতি সাবেক ভিপি শামছুল হক শামছু'র আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, জিয়াউল আবেদিন জিল্লু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান কবীর হীরা, বেগ ফারুক, নিজাম উদ্দিন, সাদেক, যুবদল নেতা কাজি আল আমীন, আনোয়ারুল ইসলাম কামাল, ওয়াহিদুজ্জান, হারুন অর রশিদ মন্ডল, নিজাম উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।