![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
চলন্ত যাত্রীবাহী প্রাইভেটকারে আগুণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১২ পিএম, ১২ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০৭:২১ পিএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
![Text](/assets/images/1620810749.jpg)
টাঙ্গাইলে ঢাকামুখী একটি চলন্ত যাত্রীবাহী প্রাইভেটকারে মধ্যরাতে হঠাৎ করে ভয়াবহ আগুণ লাগার ঘটনা ঘটেছে। এ আগুণ নিয়ন্ত্রণে আনার কাজ করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
গতকাল মঙ্গলবার (১১মে) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিসিক নগরীর নগর জলপাই এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এ আগুণ লাগার ঘটনায় বরিশালের জসিম নামে প্রাইভেটকার চালক প্রাণে বেঁচে যান। তিনি উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। প্রাইভেটকারটিতে জসিম ছাড়া আর কেউ ছিল না।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আশিকুর রহমান জানান, আগুণ লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গাড়ি পুড়ে যায়। গাড়িতে চালক একাই ছিলেন।
তিনি আরও জানান, গাড়িটি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে যাত্রী নামিয়ে আবারও ঢাকার দিকে যাচ্ছিল। গাড়িটি সম্পন্ন পুড়ে গেছে। ইঞ্জিনের ওভার হিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।