সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪১ এএম, ২৩ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৩৯ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের হেনস্তার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে সাংবাদিক ও মানবাধিকার তিনটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ওই তিনটি সংগঠন হলো, ঢাকা মানবাধীকার ও সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখা, সাংবাদিক জোট ফরিদপুর জেলা শাখা এবং আইন ও মানবাধীকার সুরক্ষা ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখা।
কর্মসূচি চলাকালে ওই তিনটি সংঘঠনের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন দৈনিক খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হাসান আজাদ, দৈনিক নাগরিক দাবি পত্রিকার নির্বাহী সম্পাদক হায়দার আলী, আইনজীবী মিরাজ শরিফ, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার পরিধি সংকুচিত হয়ে আসছে। রোজিনা ইসলামের মত একজন অনুসন্ধানী সাংবাদিকের সাথে যে আচরণ করা হলো তাতে আমরামর্মাহত, আমরা শঙ্কিত। বক্তারা অবিলম্বে সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন এবং তার বিরুদ্ধে দায়ের করা হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, যারা সাংবাদিক রোজিনাকে আটকে রেখে নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।