রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ১২ লাখ টাকার মাছ নিধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৭ এএম, ২৭ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:৫২ পিএম, ৩ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হাজী আমিন মৎস্য খামারে মাদক বিক্রেতারা বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ রয়েছে। এতে খামারের প্রায় ১২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ মে) গভীর রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায়।
হাজী আমিন মৎস্য খামারের মালিক ও ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আমিন জানান, প্রতিবছর তার খামারে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। চলতি বছরেও কার্গো, রুই, কাতলা, গ্রাসকাপ, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। গত দুদিন আগে বরুণা এলাকার মাদক বিক্রেতা দিপু, মোমেন ও রাসেলের মাদক ব্যবসায় বাঁধা দেন তিনি। এর জেরেই মঙ্গলবার রাতের যে কোন সময় ওই মাদক বিক্রেতারা তার মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ১২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ মাদক ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে অভিযুক্তরা তাদেও বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এফ এম এ সায়েদ বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নিবো।