ডুমুরিয়ার আঠারোমাইলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩১ এএম, ২৮ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:৪৯ এএম, ২৬ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
খুলনার ডুমুরিয়ার আঠারোমাইলে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় আঠারোমাইল বাসস্ট্যান্ডে একটি ভবনের ২য় তলায় শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চুকনগর শাখার ব্যবস্থাপক এভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনাল হেড এসভিপি মোঃ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা শাখার ব্যবস্থাপক এমভিপি ফেরদাউস হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, আঠারোমাইল বাজার কমিটির সভাপতি মোঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, বেতাগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাত আলী মোড়ল, রোকনুজ্জামান মন্টু, শাহাদাৎ হোসেন, নজরুল ইসলাম, বজলুর রহমান, শংকর কুমার রায়, ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ।