চমেক হাসপাতালের দশ কোটি টাকার এমআরআই মেশিন মাস না যেতেই অচল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ এএম, ১১ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৬:৪৯ পিএম, ৮ ডিসেম্বর,রবিবার,২০২৪
পুরোনো মেশিন অকেজো হয়ে পড়ায় ২০১৪ সাল থেকে দীর্ঘ ৩ বছরের বেশি সময় এমআরআই সেবা বন্ধ থাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তবে ২০১৭ সালে চমেক হাসপাতালে নতুন একটি এমআরআই মেশিন বরাদ্দ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জাপানি হিটাচি ব্র্যান্ডের (১.৫ টেসলা) নতুন এ মেশিনের মূল্য প্রায় ১০ কোটি টাকা। মেডিটেল প্রাইভেট লিমিটেড নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেশিনটি সরবরাহ করে। হাসপাতালের জরুরি বিভাগের (আগের) পাশে নতুন কার্ডিওলজি ভবনের নিচতলায় নতুন ওই এমআরআই মেশিনটি বসানো হয়। যদিও মেশিনটি হাসপাতালের তিনতলার রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের অধীনে। ইনস্টলেশন শেষে ওই বছরের (২০১৭ সালের) ২৪ অক্টোবর এ মেশিনের সেবা উদ্বোধন করা হয়। তবে উদ্বোধন হলেও ফিল্মের অভাবে ওই সময় পুরোদমে মেশিনটির সেবা চালু করা যায়নি। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে ফিল্ম ক্রয় প্রক্রিয়া সম্পন্নের পর ২০১৮ সালের জানুয়ারি থেকে পুরোদমে এই মেশিনের সেবা চালু হয়। কিন্তু সেবা চালুর তিন বছর না যেতেই যান্ত্রিক ক্রটির কারণে ২০২০ সালের অক্টোবরে অচল হয়ে পড়ে মেশিনটি। দীর্ঘ সময় ধরে এমআরই সেবা বন্ধ থাকে চমেক হাসপাতালে। কম খরচের এমআরআই সেবা থেকে বঞ্চিত হন গরীব ও অসহায় রোগীরা।
সর্বশেষ মাস খানেক আগে সরবরাহকারী প্রতিষ্ঠান মেডিটেল প্রাইভেট লিমিটেডের লোকজন এসে সার্ভিসিংয়ের মাধ্যমে মেশিনটি সচল করে যান। আর মেশিনটি সার্ভিসিং বাবদ প্রতিষ্ঠানটি বিল দাবি করে সাড়ে ৯ লাখ টাকা। এরইমধ্যে ওই বিল ঢাকা থেকে অনুমোদনও করিয়ে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে বিল পরিশোধের আগেই ফের অকেজো হয়ে পড়েছে প্রায় ১০ কোটি টাকার এই এমআরআই মেশিন। এতে আবারো বন্ধ রয়েছে হাসপাতালের এমআরআই সেবা। প্রায় ১৫ দিন ধরে মেশিনটি অকেজা হয়ে আছে বলে নিশ্চিত করেছেন রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুভাষ মজুমদার। বিষয়টি হাসপাতাল প্রশাসনকে অবহিত করেছেন বলেও জানান তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে- ফের অকেজো হয়ে পড়া এমআরআই মেশিনটি পর্যবেক্ষণে গতকাল বুধবার সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন পুনরায় হাসপাতালে আসেন। মেশিনটির কোন কোন অংশে ক্রটি এবং তা সারাতে কী কী প্রয়োজন, সেসব চিহ্নিত করে লিখিত ভাবেও জানিয়েছেন তারা। যদিও খুব দ্রুত সময়ের মধ্যে মেশিনটি সচল করতে সক্ষম হবেন বলে হাসপাতাল প্রশাসনকে আশ্বস্ত করেন।
এমআরআই কী ও কেন : চিকিৎসকরা বলছেন- এমআরআই (ম্যাগনেটিক রিসোন্যান্স ইমেজিং) একটি ব্যথামুক্ত ইমেজিং টেস্ট। এর মাধ্যমে শরীরের ভেতরকার (অর্গান, রক্তনালী ও টিস্যুর) স্পষ্ট ছবি নেয়া হয়। এটি নিখুঁত একটি পরীক্ষা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায়ও যখন রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয় না, তখন চিকিৎসকরা এমআরআই টেস্ট করাতে বলেন।
চিকিৎসকদের মতে- এই এমআরআই টেস্টের মাধ্যমে শরীরের প্রতিটি টিস্যুর অবস্থা স্পষ্ট বুঝা সম্ভব। সাধারণত ব্রেইন ও স্পাইনাল কর্ডের অবস্থা বুঝার জন্য এই টেস্ট করা হয়। এছাড়া শরীরে কোনো টিউমার আছে কিনা, স্পোর্টস ইনজুরিতে লিগামেন্ট আঘাতপ্রাপ্ত কিনা, দুর্ঘটনায় মাথায় ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কি না, এসব বিষয় নির্ণয়ে এই এমআরআই টেস্ট করা হয়ে থাকে।
এ তথ্য নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, মেশিনটি এর আগে অকেজা ছিল। মাত্র মাস খানেক আগেই সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন মেশিনটি সার্ভিসিং করে সচল করেছেন। এই সার্ভিসিং বাবদ তারা সাড়ে ৯ লাখ টাকা বিল করেছেন। ঢাকার নিমিইউ (ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইক্যুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ) এই বিল অনুমোদনও করেছে। কিন্তু অনুমোদন হলেও আমরা এখনো তাদের বিল পরিশোধ করিনি। এর মাঝেই জানতে পারলাম এমআরআই মেশিনটি পুনরায় অকেজো হয়ে আছে।
সরবরাহকারী প্রতিষ্ঠানকে আমরা বলে দিয়েছি, মেশিনটি ঠিক করে না দিলে তাদের আগের বিল পাবেন না। কারণ, মেশিনটি তারা সার্ভিসিং করে গেছেন, এক মাসের বেশি হয়নি। এর মাঝেই মেশিনটি পুনরায় অকেজো হয়ে পড়েছে। তাই বলেছি, মেশিনটি ঠিক করে দিয়েই আগের বিল নিয়ে যাবেন। নয়তো বিল দেয়া হবে না। আজ (বুধবার) দেখলাম, ওনাদের লোকজন এসেছেন। তারা মেশিনটি দেখেছেন এবং খুব দ্রুততার সাথে সেটি সচল করে দেবেন বলে আমাকে জানিয়েছেন। আমরাও আশা করছি, খুব কম সময়ের মধ্যে মেশিনটি পুনরায় সচল হবে।