গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১২, আক্রান্ত ৭ হাজার ৬৬৬ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৭ পিএম, ২৯ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:২৯ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩৮৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জন। দেশে করোনায় একদিনে শনাক্তের হার প্রায় ২৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৭ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ১১ হাজার ৭০০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৫৬৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ এবং ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৫ লাখ ৭৩ হাজার ৮২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।