গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে নতুন রেকর্ড ২১২ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ পিএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:২৫ পিএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আগের রেকর্ড ভেঙে একদিনে করোনায় আরও ২১২ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুতে এ যাবতকালে এটাই সর্বোচ্চ। এর আগে গত ৭ই জুলাই দেশে ২০১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৪ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ লাখ ৫৪৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৮ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৬১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ এবং ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।