![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
![Logo](https://dainikdinkal.net/frontend-assests/img/logo.png)
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ২ হাজার ১৯৮ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৫ এএম, ৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১০:৫৭ পিএম, ১০ জানুয়ারী,শুক্রবার,২০২৫
![Text](/assets/images/corona-etv-2010100932_1606905317.jpg)
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭১৩ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৯৮ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৪২৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৯৭২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৮ লাখ ৪ হাজার ১৭৪টি।