গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১২০, আক্রান্ত ৩ হাজার ৯৯১ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৫ পিএম, ২১ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৫৭ এএম, ১ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশে একদিনে করোনায় আরও ১২০ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ১৪৩ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৪লাখ ৫৭ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৬৬ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, ৭২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৯৩টি নমুনা সংগ্রহ এবং ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ৮৬ লাখ ১৭ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।