১৫০ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি এখন পর্যন্ত মৃত্যু ৭৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ এএম, ৯ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০৪:২৭ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫
গত ২৪ ঘন্টায় ১৫০ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘন্টায় ১৩৭ জন। অক্টোবরের ৮ দিনে ১ হাজার ৪৯৭ জন,
সেপ্টেম্বরের ৭ হাজার ৮৪১ হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্ট ৭ হাজার ৬৯৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। ডেঙ্গু জ্বরে এ বছর এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৮৮৬ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭২৯ জন।
অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৫৭ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৪ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৮ হাজার ৭৩৫ জন।