ডেঙ্গুতে আরও আক্রান্ত ৬৫ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২২ পিএম, ২৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:১৭ পিএম, ১৮ সেপ্টেম্বর,
বুধবার,২০২৪
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৬৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরে ৬২ হাজার ৩২১ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৩৯ হাজার ১৮৮ জন রাজধানী ঢাকায় এবং ২৩ হাজার ১৩৩ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন।
এছাড়াও, ডেঙ্গুতে মারা গেছেন ২৮১ জন। এর মধ্যে ১৭৩ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ১০৮ জন মারা গেছেন। দেশে ডেঙ্গু শুরু হওয়ার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
ডিসেম্বর মাসেই ৪ হাজার ৯৬৩ জন চিকিৎসা নিয়েছেন। মারা গেছে ২৭ জন। নভেম্বর মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৯ হাজার ৩৩৪ জন এবং এই মাসে সর্বোচ্চ ১১৩ জনের মৃত্যু হয়। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিল ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ জন এবং ঢাকার বাইরে ২৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৬৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৭০ জন এবং ঢাকার বাইরে ১৮৯ জন।
এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৬২ হাজার ৩২১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৬১ হাজার ৬৮১ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে।